হেরোইন সহ তিনজনকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইল গোয়েন্দা পুলিশ (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার সকালে কালিহাতী উপজেলার এলেঙ্গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
টাঙ্গাইল গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির আকন্দ ইউনাইটেড নি্জি ২৪ ডট কমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার ভোররাত থেকে বিশেষ অভিযান চালানো হয়। এসময় সন্দেহজনক কয়েকজনকে তল্লাসী করে ছয় পুরিয়া হেরোইন সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- সিরাজগঞ্জের মাহমুদপুর গ্রামের মল্লিক হোসেনের ছেলে সাইফুল ইসলাম (৪৫), টাঙ্গাইলের গোপালপুর উপজেলার সুতি পলাশ গ্রামের ইন্তাজ আলীর ছেলে আফসার আলী (৪০), একই গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে আজিম (৩০)।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল