প্রতারক স্বামী তার স্ত্রীকে পতিতালয়ে বিক্রি করার সময় র্যাবের হাতে গ্রেফতার হয়ে বর্তমানে শ্রীঘরে রয়েছেন। ২১ ডিসেম্বর মঙ্গলবার টাঙ্গাইলের কান্দাপাড়া পতিতা পল্লীতে এই ঘটনা ঘটে।
র্যাব এর একটি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তি র্যাব ১২ এর সিপিসি-৩ এর সহকারী পুলিশ সুপার মিজানুর রহমানের নেতৃত্বে র্যাবের একটি দল কান্দাপাড়ার পতিতা পল্লীতে অভিযান চালায়। এ সময় রংপুরের বদরগঞ্জ থানার কাঁচাবাড়ীর রহিম বক্সের ছেলে রেজাউল করিম তার স্ত্রীকে এক সর্দারণীর কাছে বিক্রির জন্য দরাদরি করতে থাকে। তাৎক্ষণাত র্যাব সদস্যরা প্রতারক রেজাউল করিম ও তার অপর সহযোগি একই থানার লোহানী পাড়া গ্রামের আব্দুল হোসেনের ছেলে মজিবর রহমানকে আটক করে এবং রেজাউলের স্ত্রী মোছাঃ সেলিনা বেগম (২০) কে উদ্ধার করে। এ ব্যাপারে নারী মুক্তি আন্দোলনের সাধারণ সম্পাদক মোছাঃ মর্জিনা বেগম বাদি হয়ে টাঙ্গাইল মডেল থানায় মামলা দায়ের করেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল