টাঙ্গাইল জেলা যুবদলের নতুন কমিটি নিয়ে একের পর এক তুলকালাম কান্ড ঘটে চলেছে। উভয় দলই নিয়মিত মিছিল সমাবেশ করছে। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে শহরে বিক্ষোভ সমাবেশে করে জেলা যুবদলের আহ্বায়ক কাজী শফিকুর রহমান লিটনের সমর্থকরা। পরে জেলা বিএনপি’র সভাপতি আহমেদ আযম খানের কুশপুত্তলিকা দাহ্ করে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। সমাবেশ চলাকালে সমর্থকরা ভাংচুর চালাতে গেলে পুলিশ বাধা দেয় এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়।
সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে নবগঠিত কমিটি বাতিলের দাবি জানান। অন্যথায় দুর্বার আন্দোলন গড়ে তুলে কমিটি বাতিলে বাধ্য করা হবে বলে হুশিয়ারি দেন তারা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল