শাহরিয়ার সিফাত, টাঙ্গাইল থেকে
টাঙ্গাইলে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন-ত ৩ জন। রোববার দুপুর তিনটার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের তারুটিয়া ও টাঙ্গাইল-নাগরপুর সড়কে এই দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তারুটিয়া বাজারের মুরগীর খাবার বিক্রেতা (ফিড ব্যবসায়ী) ও তারুটিয়া বাজার বণিক সমিতির কোষাধ্যক্ষ অক্ষয় সরকার (৪০) মোটরসাইকেলযোগে করটিয়া থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ফিরছিলো। ঘটনাস’লে পৌছলে পেছন দিক থেকে আসা উত্তরবঙ্গগামী একটি বাস মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস’লেই অক্ষয় মৃত্যুবরণ করে। সে সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের হাতিলা গ্রামের সুরেশ সরকারের ছেলে। এসময় উত্তেজিত জনতা অন্য একটি বাসে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় মহাসড়কের উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অপর দুর্ঘটনাটি ঘটে টাঙ্গাইল-নাগরপুর সড়কের অলোয়াভবানী নামক স’ানে। কাগমারী পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই মো. সোহেব জানান, বগুড়া থেকে নাগরপুরগামী সিমেন্টের খুটি বোঝাই একটি ট্রাক (বগুড়া-ড-১১০৬৭১) ঘটনাস’লে পৌছলে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে ঘটনাস’লেই ট্রাকের উপরে থাকা এক শ্রমিক খুটির নিচে পড়ে নিহত হয়। তার নাম আব্দুল খালেক (৩৫)। নিহতের বাড়ি বগুড়ার চকজোড়া গ্রামে। এ ঘটনায় আহত হয় তিনজন। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।