শাহরিয়ার সিফাত, টাঙ্গাইল থেকে
টাঙ্গাইলের জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে ২৬ ডিসেম্বর সোমবার রাত সাড়ে আটটার দিকে শীতার্থ দেড়’শ পরিবার মাঝে কম্বল বিতরণ করা হয়।
জেলা পুলিশ সুপার এ.কে.এম হাফিজ আক্তারের নেতৃত্বে টাঙ্গাইল জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সদর উপজেলার আশেকপুরের নগর জালফৈ, পুরাতন বাসস্ট্যান্ড, ঘারিন্দা রেল স্টেশন ও হাউজিং মাঠে প্রায় দেড়’শ হত দরিদ্র ও শীতার্থ মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় আরও উপসি’ত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার জামিল হাসান ও এম.এ.মাসুদ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ মাহ্ফুজুর রহমান আল মামুন, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম সহ জেলা পুলিশের একটি বিশেষ দল।