টাঙ্গাইলের দেলদুয়ারে শশুর কর্তৃক ধর্ষিত পুত্রবধু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনায় শুক্রবার শ্বশুরকে গ্রেফতার করেছে দেলদুয়ার থানা পুলিশ।
জানা যায়, মির্জাপুর উপজেলার মাঝালিয়া গ্রামের আনোয়ার হোসেনের ২২ বয়সী মেয়ে এর সাথে দেলদুয়ার উপজেলার কুমারজানি গ্রামের আব্দুর রশিদ দেওয়ানের পুত্র রাজিব দেওয়ানের সাথে চলতি জানুয়ারি মাসের ১৬ তারিখে বিয়ে হয়। মেয়ের বাবা জানান, বিয়ের পর থেকেই মেয়েকে প্রতিনিয়ত ধর্ষন করে আসছে তার লম্পট শ্বশুর। সহজ সরল ছেলেকে সেচ মেশিন চুরির হাত থেকে রক্ষা করতে পাহারা দেওয়ার জন্য প্রতি রাতেই তাকে ঘুমানোর জন্য মেশিন ঘরে পাঠিয়ে দেওয়া হতো। আর এই সুযোগে পুত্রবধুকে নেশা ও যৌন উত্তেজক জাতীয় ট্যাবলেট খাওয়ায়ে প্রতিরাতেই ধর্ষণ করত রশিদ দেওয়ান । পুত্রবধু গুরতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার তাকে মনোয়ারা ক্লিনিকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে শুক্রবার টাঙ্গাইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। এ ঘটনায় মেয়ের বাবা আনোয়ার হোসেন বাদি হয়ে শুক্রবার দেলদুয়ার থানায় একটি মামলা দায়ের করেছেন। উল্লেখ্য যে, ইতিপূর্বেও উক্ত ছেলের দুই স্ত্রীকেও অনুরুপভাবে ধর্ষন করায় সংসার ছেড়ে চলে যান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল