শাহরিয়ার সিফাত, টাঙ্গাইল থেকে
টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কার্য নির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে চ্যানেল আই’র টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদে এনটিভি’র টাঙ্গাইল প্রতিনিধি মহব্বত হোসেন নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে প্রেস ক্লাব মিলনায়তনে নয় সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির মধ্যে গোপন ব্যালটের মাধ্যমে সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সাধারণ সম্পাদক মহব্বত হোসেন পান ১০ ভোট।
অপরপ্রতিদ্বন্দ্বি প্রার্থী এটিএন বাংলার নাসির উদ্দিন পান চার ভোট। অপরদিকে অর্থ সম্পাদক পদে দিগন- টেলিভিশনের আনোয়ার সাদাৎ ইমরান দশ ভোট পেয়ে নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বি প্রার্থী একুশে টেলিভিশনের কাজী তাজউদ্দিন রিপন পান চার ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন সভাপতি মুসলিম উদ্দিন আহমেদ (চ্যানেল আই), সহ-সভাপতি খন্দকার হাবিবুল্লাহ কামাল (ইসলামিক টেলিভিশন), যুগ্ম সম্পাদক রেফাজুর রহমান (সময় টেলিভিশন), কার্যকরী সদস্য পদে আতাউর রহমান আজাদ (বাংলা ভিশন), কাজী জাকেরুল মওলা (আরটিভি), কে এস রহমান শফি (ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন) ইফতেখারুল অনুপম (দেশ টিভি)।
নির্বাচন পরিচালনা করেন নিউ এজ পত্রিকার প্রতিনিধি হাবিব খান ও আমাদের অর্থনীতির প্রতিনিধি ইকরামুল হক খান তুহিন।
এর আগে আতাউর রহমান আজাদের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।