শাহরিয়ার সিফাত, টাঙ্গাইল থেকে
টাঙ্গাইলে গৃহবধুকে শ্বাসরোধ করে হত্যার পর হাসপাতালে রেখে পালিয়েছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। নিহতের নাম সুমি আক্তার (১৮)। তার বাড়ি দেলদুয়ার উপজেলার কান্দাপাড়া গ্রামে। ঘটনাটি ঘটেছে রোববার টাঙ্গাইলের পৌর এলাকা কোদালিয়ায়।
নিহতের বাবা সৈয়দ হুমায়ুন কবির জানান, দেড়মাস আগে কোদালিয়া গ্রামের আজহারুল ইসলাম খানের ছেলে সিরাজুল ইসলাম খানের সাথে বিয়ে হয় সুমির। বিয়ের পর থেকে প্রায়ই যৌতুকে জন্য সুমিকে তার শ্বশুর বাড়ির লোকজন চাপ দিয়ে আসছিলো। এ নিয়ে প্রায়ই মেয়ের সাথে তাদের বাক-বিতন্ডা হতো।
রোববার সকালে আমাকে ফোন করে জানানো হয় সুমি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। আমি গিয়ে দেখি আমার মেয়ের লাশ ভ্যানযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ফেলে রেখে তারা পালিয়ে গেছে। সুমির গলায় ফাঁস লাগানোর চিহ্ন রয়েছে বলেও জানান হুমায়ুন কবির।