শাহরিয়ার সিফাত, টাঙ্গাইর থেকে

টাঙ্গাইলের ভূঞাপুরে বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত এক অভিযান পরিচালনা করে দুটি বইয়ের দোকান থেকে প্রায় ১লাখ টাকার বিক্রি নিষিদ্ধ নোট বই জব্দ করে। এসময় অবৈধ নোট বই রাখার অপরাধে দোকান মালিকদের ৫ হাজার টাকা জরিমানা আদায় করে।

উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা যায়, ভূঞাপুরে কলেজ লাইব্রেরী ও কাগজ এন্ড বইঘর নামক দুটি দোকানে বুধবার বিকেলে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে প্রায় ১লাখ টাকা মূল্যের ১৫শ কপি বিক্রি নিষিদ্ধ নোট বই জব্দ করা হয় এবং অবৈধ নোট বই রাখার অপরাধে দোকান দুটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া  ভূঞাপুর বাজারের জাহিদ স্টোর ও হাজী স্টোরে অভিযান চালিয়ে আয়োডিনবিহীন লবণ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা এবং আয়োডিনবিহীন লবণ জব্দ করে  নর্দমায় ফেলে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভূঞাপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোহসীন উদ্দিন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here