শাহরিয়ার সিফাত, টাঙ্গাইল থেকে
টাঙ্গাইলের বাসাইল উপজেলার গুল্লা গ্রামে গণ পিটুনিতে রবিবার ভোরে ফরেশ আলী (৪৫) নামে এক ডাকাত নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরো এক জন।
বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, শনিবার দিবাগত রাত আড়াই টার দিকে উপজেলার গুল্লা গ্রামের মজিবর রহমানের বাড়ীতে ৮/৯ জনের এক দল ডাকাত হানা দেয়।
মালিক ডাকাতদের উপসি’তির এক পর্যায়ে মজিবর রহমান ডাক চিৎকার শুরু করলে গ্রামবাসী এগিয়ে এসে কুড়িগ্রামের সদরের টাঙ্গাইলা পাড়ার ওয়াজেদ মিয়ার ছেলে ফরেশ ও জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মাখনের চড় গ্রামের মৃত সোরহাব আলীর ছেলে সালাম মিয়া (৩৫) কে ধরে গণপিটুনি দেয়। এবং বাকীরা পালিয়ে যায়।
এ সময় গণ পিটুনিতে ফরেশ আলী মারা যায় এ ঘটনায় সালাম মিয়া গুরুতর আহত হয়। পরে পুলিশ খবর পেয়ে রবিবার ভোরে তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে বাসাইল থানায় পৃথক দুটি মামলা হয়েছে।