টাঙ্গাইলের ঘাটাইল গণ উচ্চ বিদ্যালয়ের এক নৈশ্য প্রহরী খুন হয়েছে। ঘাটাইল থানা থেকে মাত্র ১০মিটার দূরে বিদ্যালয় চত্ত্বরে এ খুনের ঘটনাটি ঘটে। শনিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করেছে। নিহত আব্দুল মজিদ (৪৫) উপজেলার রতনপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলালুল ইসলাম জানান, আব্দুল মজিদ দীর্ঘ দিন যাবৎ ঐ বিদ্যালয়ের নৈশ্য প্রহরী হিসাবে দায়িত্ব পালন করে আসছিল। প্রতিদিনের মত শুক্রবার রাতে যথারীতি সে ঐ বিদ্যালয়ে পাহারা দিচ্ছিল। রাতের কোন এক সময় কে বা কারা তার মাথায় দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায়। শনিবার সকালে স্থানীয় লোকজন লাশ দেখতে পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। তবে এই হত্যা কান্ডের কারণ সংবাদ লেখা পর্যন্ত উদ্ধার করতে পারেনি পুলিশ।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here