নাগরপুর- টাঙ্গাইল সড়কের চরডাঙ্গা নামক স্থানে বাস খাদে পড়ে দুই জন নিহত ও অপর ১০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে শিশু ও মহিলা রয়েছে
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, সকাল দশটার দিকে নাগরপুর থেকে ১২/১৩ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি নাগরপুর- টাঙ্গাইল সড়কের চরডাঙ্গা নামক স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ১৫ ফুট নীচে খাদে পড়ে যায়। যাত্রীদের আর্ত চিৎকারে এলাকাবাসী ছুটে এসে উদ্ধার তৎপরতা চালায়। তাদের সাথে যোগ দেয় নাগরপুর থানা পুলিশ। এ সময় তারা দুই জনের লাশ উদ্ধার করে। নিহতরা হলো দেলদুয়ার উপজেলার সানপাড়া গ্রামের আদুরী রাণী ও নাগরপুর উপজেলার বেকরা গ্রামের তপন রায়ের মেয়ে সাথি রায় (৯)। এছাড়া আহত হয় আরো ১০জন। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। এখনো উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
ইউনাইটেডন নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল