টাঙ্গাইলের নাগরপুরে চতুর্থ শ্রেনীর এক ছাত্রী ধর্ষিত হয়েছে। এ ঘটনায় ধর্ষিতার পিতা বাদী হয়ে শনিবার নাগরপুর থানায় একটি মামালা দায়ের করে। পুলিশ শনিবার বিকেলেই ধর্ষনকারীকে গ্রেফতার করেছে।
মামলার বিবরনে জানা যায়, নাগরপুর উপজেলার লাড়ুগ্রাম খেয়াঘাটের কাছে বৃহস্পতিবার সন্ধ্যায় একই এলাকার বখাটে রফিক (২৫) প্রলোভন দেখিয়ে চতুর্থ শ্রেনীর এক ছাত্রীকে পাশ্ববর্তী স্যালো ইঞ্জিন ঘরে নিয়ে যায়। সেখানে সে তাকে জোরপূর্বক ধর্ষন করে। মেয়েটির ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে সে পালিয়ে যায়। এ ঘটনায় মেয়েটির পিতা বাদী হয়ে শনিবার সকালে নাগরপুর থানায় মামলা দায়ের করে।
এ ব্যাপারে নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, মামলা দায়ের করার পর আসামিকে গ্রেফতার করা হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল