টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ঘাটাইল উপজেলার মোঘলপাড়া নামক স্থানে গাড়ি চাপায় এক শিশু নিহত হয়েছে। তার নাম আপন (৪)। সে নজুনবাগ এলাকার খোরশেদ আলমের ছেলে। রোববার দুপুরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় উত্তেজিত জনতা মহাসড়কটি একঘন্টা অবরোধ করে রাখে। এসময় রাস্তার উভয়পাশে দীর্ঘযানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে অবরোধ তুলে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহিন জানান, দুপুর ১২টার দিকে ঘাটাইল থেকে টাঙ্গাইলগামী একটি অজ্ঞাতনামা গাড়ি ঘটনাস্থলে পৌছে রাস্তার পাশে দাড়িয়ে থাকা আপনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আপন মৃত্যুবরণ করে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here