টাঙ্গাইলের গোপালপুরে সোমবার দুপুর ২টার দিকে ট্রাক চাপায় এক অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১ জন। নিহত ইমাম হোসেন (৫৯) উপজেলার ঝাওয়াইল ইউনিয়নের দড়িসয়া এলাকার মৃত রজব আলীর পুত্র । সে স্থানীয় দড়িসয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক ছিলেন।
গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ইমাম হোসেন ও মোঃ নজরুল ইসলাম বাবু সোমাবার দুপুর দুইটার দিকে মোটর সাইকেল যোগে নিজ বাড়ী থেকে মধুপুর যাচ্ছিল। তারা গোপালপুর-ধনবাড়ী সড়কের ধোপাকান্দি চৌরাস্তার সংলগ্ন মসজিদের নিকট পৌছলে একই দিকে যাওয়া মের্সাস সিয়াম স্টীল প্রোডাকশন পরিবহনের একটি ট্রাক (ঢাকা মোট্রো ট-১১-৩৬৫৭) তাদেরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ঐ ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় আহত মোঃ নজরুল ইসলাম বাবুকে উদ্ধার করে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লাশ ও ঘাতক ট্রাক গোপালপুর থানা পুলিশ হেফাজতে রয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল