জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জের ধরে সন্ত্রাসীরা হামলা চালিয়ে গৃহকর্তা ও গৃহবধূকে পিটিয়ে গুরুতর আহত করেছে। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া ইউনিয়নের ক্ষুদিরামপুর এলাকায় এই ঘটনা ঘটে। আহতরা বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জানা যায়, ক্ষুদিরামপুর এলাকার মো. শাহীন খানের পৈতৃক সম্পত্তি নিয়ে দীর্ঘ দিন ধরে জাফর আলী খানের সাথে বিরোধ চলে আসছিল। এই বিরোধকে কেন্দ্র করে একাধিকবার গ্রাম্য শালিস হয়েছে। সমপ্রতি করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলী খান ফারায়েজের মাধ্যমে জমির সমস্যা সমাধান করে দিয়েছেন। কিন্তু ওই সিদ্ধান্তকেও অমান্য করে জাফর আলী ও তার লোকজন মিলে শাহীন খানের জমি দখলের পায়তারা চালায়। এই ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে জাফর আলী ও তার ছেলে আসাদ খানের নেতৃত্বে একদল সন্ত্রাসী শাহীন খানের বাড়িতে হামলা চালায়। এসময় তারা শাহীন খান ও তার স্ত্রী রাবেয়া বেগমকে পিটিয়ে গুরুতর আহত করে। বর্তমানে তারা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল