টাঙ্গাইলের কালিহাতীতে বৈদ্যতিক খুটি ভর্তি একটি লরি ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার আনালিয়া বাড়ী এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত চালক সোহেল রানা (৩০) নঁওগা জেলার সদর উপজেলার রাজ্জাকপুর গ্রামের মোনতাজ উদ্দিনের ছেলে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুস আলী মিয়া জানান, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি বৈদ্যতিক খুটি ভর্তি লরি ট্রাক কালিহাতী উপজেলার আনালের বাড়ী এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ঐ চালক মারা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি টিম এসে লাশ উদ্ধার করেছে। খুটি ভর্তি লরিটি এখনো খাদেই পড়ে আছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহরিয়ার সিফাত/টাঙ্গাইল