দুস্কৃতকারীদের দেয়া আগুণে পুড়ে গেল টাঙ্গাইলের করটিয়ার লাইট হাউজ স্কুল এন্ড কলেজ। মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।

টাঙ্গাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, মঙ্গলবার রাত ১২টার দিকে একদল মুখোশধারী করটিয়া জমিদার বাড়ির রোকেয়া মহলে অবস্থিত লাইট হাউজ স্কুল এন্ড কলেজে প্রবেশ করে প্রতিষ্ঠানের চেয়ার, টেবিল ও কাগজপত্র বাইরে বের করে আগুণ লাগিয়ে দেয়। এতে ক্লাশরুমের ৪টি কক্ষও পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিস এসে আগুণ নিয়ন্ত্রণে আনে।

লাইট হাউজ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাহানুর চৌধুরী বলেন, আমরা নিয়ম মেনে জমিদার বাড়ির মোত্তাওয়ালী ওয়াজেদ আলী খান পন্নী বাল্টিন সাহেবের কাছ থেকে ভাড়া নেই। কিন্তু তাদের দুই ভাইয়ের দ্বন্দ্বের কারণে এক পক্ষ আমাদের বের হয়ে যেতে বলে। আমরা জামানতের টাকা ফেরত চাই। চলে যাওয়ার আগেই এরা আগুন দিয়ে সব পুড়িয়ে দেয়। এর ফলে শত শত শিক্ষার্থীর জীবন অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল। আমরা পরিস্থিতির স্বীকার।

ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী হাফিজা আক্তার বলেন, কিছু দিন পরেই আমাদের এসএসসি পরীক্ষা। এ সময় এ ঘটনায় আমাদের ফলাফলে প্রভাব ফেলবে। যে সব ছাত্র-ছাত্রী গোল্ডেন এ প্লাস পাওয়ার কথা তারা এ প্লাস পাবে কিনা তা নিয়ে শঙ্কিত। যারা এ ঘটনার সাথে জড়িত তাদের সঠিক বিচার দাবী করেন ঐ বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ শিক্ষক মন্ডলীরা।

শাহরিয়ার সিফাত

টাঙ্গাইল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here