ময়মনসিংহ শহরের রমেশ সেন রোডস্থ যৌন পল্লীর ১ নং বাড়ির দোতলার বাসিন্দা সর্দারনী বেবীর ঘর থেকে নাসিমা আক্তার (২৪) নামের এক যৌনকর্মীর লাশ শনিবার উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গলায় ওরনা পেঁচিয়ে ঘরের সিলিংএর লোহার ধর্নায় রহস্যজনকভাবে ঝুলন্ত অবস্থায় নাসিমার লাশটি উদ্ধার করা হয় বলে থানার এসআই মাজেদ জানান। খবর পেয়ে দরজা ভেঙ্গে উদ্ধার করলেও লাশের সুরতহাল রিপোর্ট তৈরীকালে ফাঁসি টানিয়ে আত্নহত্যার কোন লক্ষণ পাওয়া যায়নি বলে একটি সূত্রে জানা যায়। লাশ উদ্ধারের পর পুলিশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। ঘটনাস্থল সর্দারনী বেবীর ঘরের পাশের ঘরগুলোতে বসবাসকারী অন্যান্য যৌনকর্মীরা জানায়, বেলা ১১ টায় নাসিমার মোবাইলে একটি কল আসলে তা রিসিভ করেই অত্যন্ত রাগান্বিত ও উত্তেজিত হয়ে পড়ে এবং উচ্চস্বরে নানান কথা বার্তা বলে । কয়েক মিনিট কথা বলার পর সে থামে। এর কিছুক্ষণ পর নাসিমাকে বহু ডাকাডাকি ও দরজা ধাক্কাধাক্কিতেও কোন সাড়া পাওয়া যায়নি। তখন সন্দেহ হলে টিনের দরজার কিছুটা টিন কেটে ঘরের ভেতরে তাকিয়ে নাসিমাকে ঝুলন্ত অবস্থায় দেখেই পুলিশে খবর দেয়া হয়। যৌন পল্লীর অনেকেরই ধারণা নাসিমাকে শ্বাসরোধ করে হত্যা করে ফাঁসিতে ঝুলিয়ে কৌশলে দরজা লাগিয়ে দেয়। লাশ উদ্ধারকারী পুলিশ কর্মকর্তা জানান, নাসিমার বাড়ি উত্তরবঙ্গের দিনাজপুর জেলায়। প্রায় ৩ বছর আগে সে সর্দারনী বেবীর অধীনে এই ছোট্র ঘিঞ্জি কক্ষটিতে দৈনিক ৪শ’২০ টাকা ভাড়ায় অমানবিক ভাবে জীবনযাপন করতো । ঘটনার পর থেকেই সর্দারনী বেবী পলাতক রয়েছে । মযমনসিংহ সদর সার্কেল এএসপি , মডেল থানার এএসপি ও থানার ওসি (তদন্ত) ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে কোতোয়লী মডেল থানায় একটি মামলা হয়েছে।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/মনোনেশ দাস/ময়মনসিংহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here