বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেবার দায়ে অবশেষে পুলিশের খাঁচায় বন্দি হয়েছেন নড়াইল জেলার কালিয়া থানার বাবরা গ্রামের গোলাম নবির ছেলে জাবেদ কামাল হিরু। পুলিশের চোখে হিরু মহা প্রতারক। ঝিনাইদহ জিআর ৩৭৩/১০, বনানী থানার মামলা নং ২৩/১০, পল্টন থানার মামলা নং ১/০৯ সহ দেশের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে আদম পাচারের নামে টাকা আত্মসাতের মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
ঝিনাইদহ সদর থানার এসআই মনির সাংবাদিকদের জানান, রোববার বিকালে ঝিনাইদহ শহরের পোষ্ট অফিস মোড় থেকে হিরুকে আটক করা হয়। এ সময় তিসি জনরোষে পড়েছিলেন। পাওয়ানাদারের হিরুকে মারধর শুরু করলে পুলিশ তাকে থানায় নিয়ে আসে। এসআই মনির আরো জানান, এরপর খোঁজ নিয়ে জানা গেলে হিরুর বিরুদ্ধে নড়াইল, যশোর, ঢাকাসহ বিভিন্ন স্থানে প্রতারণা ও আদম ব্যবসার নামে টাকা আত্মসাতের মামলা আছে।
যশোরের এক আইনজীবী জানান, হিরু বিখ্যাত প্রতারক। তার বিরুদ্ধে আদম পাচারের মামলা আছে। হিরু শত শত মানুষের কাছ থেকে টাকা নিয়েছে বিদেশে পাঠানোর নামে। কিন্ত এটাই তার ব্যবসা। স্থান পরিবর্তনের মাধ্যমে ও বিভিন্ন জেলায় আস্তানা গড়ে তোলে। ঝিনাইদহে সে পালিয়ে ছিল। পুলিশ তাকে আটকের পর একটি প্রভাবশালী মহল দিয়ে হিরু বাচার চেষ্টা করে। কিন’ সাংবাদিকরা বিষয়টি জেনে যাওয়ায় আপাতত হিরুর স্থান শ্রীঘরে। এ ব্যাপারে কালিয়া থানার ওসি হিরুর প্রতারণার বিষয়টি স্বীকার করে জানান, তোকে তো আমরাও খুজছি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here