ঝিনাইদহ সদর উপজেলার মহিষাকুণ্ডু পঞ্চগ্রাম কবরস্থান থেকে রোববার দুপুরে মোজাম্মেল হক (৪০) নামে এক কলা ব্যবসায়ীর লাশ ময়না তদন্তের জন্য ৩ মাস পর উত্তোলন করা হয়েছে।
লাশ উত্তোলনের সময় ঝিনাইদহের নির্বাহী ম্যজিষ্ট্রেট টিটোন খীসা, পাগলাকানাই ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলাম ও ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
ঝিনাইদহ সদর থানার এসআই কামরুজ্জামান জানান, ২০১১ সালের ৬ নভেম্বর সদর উপজেলার গিলাবাড়িয়া গ্রামের মৃত জহির উদ্দীন শেখের ছেলে মোজাম্মেল হকের মৃত্যু হয়। তার লাশ বাড়ির পাশ্ববর্তী একটি গাছে ঝুলছিল।
তিনি আরো জানান, সে সময় মৃতের পরিবার মনে করেন মোজাম্মেল হক আত্নহত্যা করেছে। তাই লাশ উদ্ধারের পর ময়না তদন্ত না করে লাশটি দাফনের অনুমতি চেয়ে সদর থানায় আবেদন করে মোজাম্মেল হকের স্ত্রী হেলেনা খাতুন। তার আবেদনের প্রেক্ষিতে সে সময় লাশ দাফনের অনুমতি দেওয়া হলে ময়না তদন্ত ছাড়াই লাশটি দাফন করা হয়।
পরবর্তীতে মৃত মোজ্জামেল হকের পরিবারের সন্দেহ হয় সে আত্নহত্যা নয়, তাকে হত্যা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য স্ত্রী হেলেনা খাতুন বৃহস্পতিবার ঝিনাইদহের মুখ্য বিচারিক আদালতে লাশ ময়না তদন্তের অনুমতি চেয়ে আবদেন করলে আদালত লাশ ময়না তদন্তের অনুমিত দেন।
আদালতের নির্দেশে রোববার বেলা ১২টার দিকে একজন নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে পুলিশ ৩ মাস আগে দাফন করা মোজাম্মেল হকের লাশ উত্তোলন করে।
লাশ উত্তোলনের পর ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান/ঝিনাইদহ