ঝিনাইদহের কালীগঞ্জে মহা সডকে ডাকাতির অভিযোগে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। আটক কৃতরা হল কালীগঞ্জ উপজেলা এক্তারপুর গ্রামের ছবেদ আলীর ছেলে এটিএম রাহুল (২২) ও যশোর কোতয়ালী থানার ভাগলপুর গ্রামের সফিউদ্দিন পুত্র সাইফুল ইসলাম (৩০) ।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ কামরুজ্জামান জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালীগঞ্জ উপজেলা এক্তারপুর গ্রামের ছবেদ আলীর পুত্র এটিএম রাহুলকে পুলিশ আটক করে। তার স্বীকারোক্তি মোতাবেক আজ ভোরে কালীগঞ্জ উপজেলার বারবাজার থেকে যশোর কোতয়ালী থানার ভাগলপুর গ্রামের সফিউদ্দিনের ছেলে সাইফুল ইসলামকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ ।
তারা দীর্ঘ দিন ধরে ঝিনাইদহ-যশোর মহাসড়কে ডাকাতি করে আসছিল বলে পুলিশ জানায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান/ঝিনাইদহ