ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকালে ঝিনাইদহের কালীগঞ্জে এক যাত্রীবাহী বাস একটি গাছকে ধাক্কা দেয়। ধাক্কা লাগায় বাসটি পাশের খাদে পড়ে যায়।

এতে ৪ জনের মৃত্যু হয় ও কমপক্ষে ১৫ জন আহত হন। বাসের যাত্রীরা ইজতেমা থেকে ফিরছিলেন।

কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বলেন, টঙ্গী থেকে খুলনার দিঘলিয়ায় যাওয়ার পথে সোমবার ভোর ৫টার দিকে কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় বাসটি দুর্ঘটনায় পড়ে।

তিনি জানান, ঝিনাইদহ-যশোর সড়কের রঘুনাথপুর জামতলা এলাকায় এসে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার পাশে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে যশোর সদর হাসপাতালে নেওয়ার পর মারা যায় আরো একজন।

নিহতদের মধ্যে তিন জনের পরিচয় জানা গেছে। এরা হলেন- খুলনার তেরখাদা উপজেলার মোকামপুর গ্রামের মুফতি আবু জাফর (৬৫), দিঘলিয়া দিয়ারা মসজিদের ইমাম মুফতি আলমগীর হোসেন (৪২) এবং নড়াইলের জাকারিয়া দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা আব্দুল কুদ্দুস (৫০)।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের মধ্যে ১৫জনকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে ওসি সৈয়দ কামরুজ্জামান জানান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/ঝিনাইদহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here