ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় আকিদুল ইসলাম (১৫) নামে এক কাঠ মিস্ত্রী নিহত ও জামিরুল ইসলাম নামে এক ভ্যান চালক আহত হয়েছে। নিহত আকিদুল ইসলাম জেলার সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের আজিবর রহমানের ও আহত জামিরুল একই গ্রামের আবুল কালামের ছেলে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পোড়াহাটি কবর স্থানর পাশে ।
জানা যায়, মধুপুর বাজার থেকে রিকসাভ্যান জোগে আকিদুল ইসলাম বাড়ি যাচ্ছিল। তারা বিকাল ৩ টার দিকে সড়কের পোড়াহাটি কবর স্থানের নিকট পৌছালে মাগুরা গামী একটি ট্রাক ভ্যানটিকে পেছন দিক থেকে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই আকিদুলের মৃত্যু হয়। মারাত্নক আহত অবস্থায় জামিরুলকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
ঘাতক ট্রাকটি পালিয়ে গেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ