ঝিনাইদহের শৈলকুপায় নায়েব আলী জোয়ারদার (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছে। সে শৈলকুপা উপজেলার বেড়বাড়ী গ্রামের গোলাম রব্বানী জোয়ারদারের ছেলে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের দুধসর নামক স্থানে।
শৈলকুপা থানার ওসি আহসান হাবিব জানান, নায়েব আলী জোয়ারদার সোমবার রাত ৮ টার দিকে গাড়াগঞ্জ বাস স্টান্ডের ব্যবসা প্রতিষ্ঠান থেকে মটর সাইকেল যোগে বাড়ি যাচ্ছিলেন। এসময় দুধসর নামক স্থানে পৌছালে বাই-সাইকেলের সঙ্গে তার মটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে নায়েব আলী মারাত্ন ভাবে আহত হলে প্রথমে তাকে ঝিনাইদহ সদর হাসপাতাল ও পরে ঢাকায় পাঠানো হয়। মঙ্গলবার বিকাল ৫টায় তিনি ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় মারা যান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ