ঝিনাইদহে সেনাবাহিনীর জীপ ও যাত্রীবাহী ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে লেফটেন্যান্ট ওবায়েদ সহ উভয় গাড়ির ৮ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে ঝিনাইদহ-যশোর সড়কের কয়ারগাছি নামক স্থানে। আহতদের মধ্যে সেনাবাহিনীর ৫ জনকে যশোর সি.এম.এইচ. ও ইজিবাইকের ১ মহিলাসহ ৩ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত হাসি রানীর আবস্থা আশঙ্কা জনক।
ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধূরী জানান, ঝিনাইদহ থেকে যশোর গামী সেনাবাহিনীর একটি জিপ ঝিনাইদহ যশোর সড়কের কয়ারগাছি নামক স্থানে পৌঁছালে ঝিনাইদহ মুখি একটি যাত্রীবাহি ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সেনাবাহিনীর জীপটি রাস্তার ধারে একটি গাছের সাথে সজরে ধাক্কা খায়। এতে জীপটির সামনের অংশে মারাত্বকভাবে ক্ষতিগ্রস্থ হয়। ইজিবাইকটি ভেঙ্গে চুরমার হয়ে যায়।
এঘটনায় জীপের লেফটেন্যান্ট ওবায়েদসহ সেনাবাহিনীর ৫ জন আহত হয়। এছাড়া ইজিবাইকের যাত্রী জেলার কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের পরিমল কুমারের স্ত্রী হাশি রানী (৫০)ও একই উপজলার দুর্গাপুর গ্রামের ইজিবাইক চালক সাইদুল ইসলাম(৪৫) ও জেলার সদর উপজেলার হেদাপাড়া গ্রামের তমিজ উদ্দিন(৫০) আহত হয়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন সেনাবাহনীর পদস্থ কর্মকর্তা।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ