শাহারিয়ার রহমান, ঝিনাইদহ
ঝিনাইদহের সদর উপজেলার নলডাঙ্গায় সন্ত্রাসীদের বোমা হামলায় ২ ইউপি মেম্বারসহ ৬ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় নলডাঙ্গা বাজার সংলগ্ন রাসেল স্মৃতি সংঘে। আহতরা হল নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের মেম্বার ইকবাল হোসেন ও বিল্লাল হোসেন এবং ইবাদৎ হোসেন, মিন্টু মিয়া, ইসলাম উদ্দিন ও সিদ্দিক হোসেন। আহতদেরকে যশোর মেডিকেল কলেজ ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ থানার এস.আই মুনির হোসেন জানান, ঝিনাইদহ সদর উপজেলার নলডাঙ্গা বাজার সংলগ্ন রাসেল স্মৃতি সংঘে নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল বিশ্বাস কয়েকজন ইউপি সদস্যসহ দলীয় লোকজন নিয়ে সন্ধ্যা ৭টার দিকে বৈঠক করছিলেন। এসময় একদল সন্ত্রাসী রাসেল স্মৃতি সংঘকে লক্ষ্য করে ৪/৫টি বোমা ছুড়ে মারে।
এতে উপরে উল্লেখিত ব্যক্তিরা আহত হয়। আহতদের মধ্যে ইউপি মেম্বার ইকবাল হোসেন ও ইবাদতকে ঝিনাইদহ সদর হাসপাতালে এবং অন্যদেরকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে ইউপি চেয়ারম্যান রুহুল বিশ্বাসের কোন ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস’লে পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা অবস’ান করেছেন।