ঝিনাইদহে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ ‘মুক্তিযোদ্ধা জনতা,গড়ে তুলুন একতা’ এই স্লোগান কে সামনে রেখে ১০ দফা দাবিতে মানব বন্ধন, মিছিল ও স্বারক লিপি প্রদান কর্মসুচি পালন করেছে। আজ সকাল সাড়ে ১১ টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে ঘন্টা ব্যাপী মানব বন্ধন কর্মসুচি পালন করে। এসময় শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেয়। মানব বন্ধন শেষে মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছে। জেলা প্রশাসক রমা রানী রায়ের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর তারা স্বারক লিপি পেশ করেন।
এর আগে সংগঠনের আহবায়ক মুক্তিযোদ্ধা আরিফ হোসেন যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্নিত করা , বঙ্গবন্ধুর বাদবাকি খুনিদের বিচারের রায় কার্যকর করা ও মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন করা সহ ১০ দফা দাবি তুলে ধরে বক্তব্য রাখেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ