ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজারে গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে ১ বছর ৯ মাস কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিক্তিতে অভিযান চালিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বেলাট গ্রাম থেকে কৈয়াম উদ্দীনের পুত্র আব্বাস আলী (৪০) কে ৫শ’ গ্রাম গাজাসহ আটক করা হয় এবং পরে তাকে ভ্রাম্যমান আদালতের কাছে হস্তান্ত করা হয়।
এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার আনজুমান আরা, আটক আব্বাস আলীকে ১ বছর ৯ মাস কারাদণ্ড প্রদান করে জেল হাজতে প্রেরন করে।
আটক আব্বাস আলী নিজেকে স্টান্ডার্ড চাটার্ড ব্যাংকের ঢাকা ধানমন্ডি শাখার ক্রেডিট অডিটর বলে দাবী করেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ