ঝিনাইদহে শামিম বুলবুল ওরফে সৌউদ (৩৫) নামে এক অবৈধ মুদ্রা ব্যবসায়িকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে শহরের কাঞ্চননগর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ঝিনাইদহ শহরের কাঞ্চননগর পাড়ার মুরাদ আলীর ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত সৌউদ ঢাকায় চাকুরীরত আব্দুল মান্নান নামে এক ব্যক্তির কাছে মোবাইলে ৫ লাখ টাকার চাঁদা দাবী করে। তার মেয়েকেও সৌউদ বিভিন্ন সময় উত্যক্ত করতো।
আব্দুল মান্নানের অভিযোগ পেয়ে র্যাব মোবাইল ট্রাকিং করে বৃহস্পতিবার রাত ১২টার দিকে সৌউদের কাঞ্চননগরের বাড়ীতে অভিযান চালায়। অভিযানকালে তারা শামীম বুলবুল ওরফে সৌউদকে গ্রেপ্তার করে।
এসময় তার বাসা তল্লাশী করে ২৫ লাখ তুর্কী মুদ্রা, ১’শ ভারতীয় রুপি, ১ আমেরিকান ডলার, ১ নাইজেরিয়ান ডলার, ৫টি সৌদী রিয়াল এবং বাংলাদেশী একটি ৫’শ টাকার জাল নোট উদ্ধার করে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান/ঝিনাইদহ