বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সংগঠনিক সম্পাদক ও ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মসিউর রহমান বলেছেন, দেশের মানুষ এখন স্বাধীনতা ও গনতন্ত্রের জন্য লড়াই করছে। মানুষ সরকারের অপকর্মের প্রতিবাদ করতে রাস্তায় নামতে পারছেনা। মানুষের বাক ও ব্যক্তি স্বাধীনতা হরণ করা হচ্ছে। তিনি শনিবার দুপুরে ঝিনাইদহে গনমিছিল পূর্ব বিএনপির এক বিরাট সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।
জেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুল মোতলেব মিয়ার সভাপতিত্বে জেলা বিএনপি কার্যালয়ের সামনে দুপুর ১২ টায় অনুষ্ঠিত সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি এসএম মশিয়ার রহমান, এড. কাজী আলাউল হক আলো, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জাহিদুজ্জামান মনা, আক্তারুজ্জামান, এম এ মজিদ ও মুন্সি কামাল আজাদ পান্নু বক্তব্য রাখেন।
সমাবেশ শেষে এক বিশাল গনমিছিল কেপিবসু সড়কস্থ জেলা বিএনপির কার্যালয় থেকে বের হয়। মিছিলটি শহরের পায়রাচত্তর প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ে এসে শেষ হয়। মিছিলে হাজার হাজার নেতা-কর্মী অংশ নেয়। গনমিছিলে নেতৃত্ব দেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মসিউর রহমান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার/ঝিনাইদহ