ঝিনাইদহে বাউলরা প্রতিবাদ মিছিল ও মানব বন্ধন কর্মসূচি পালন করেছে। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার লোকনাথপুর বাউল আশ্রমে হামলার প্রতিবাদে এ কর্মসুচি পালন করা হয়। শহরের ডাকঘর মোড়ে ঝিনাইদহ জেলা বাউল সমিতি আয়োজিত মানব বন্ধন কর্মসুচিতে ঘন্টা ব্যাপী শতাধিক বাউল অংশ নেয়। মানব বন্ধন শেষে তারা শহরে প্রতিবাদ মিছিল করে।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দামুরহুদা উপজেলার লোকনাথপুর গ্রামের বেলে মাঠে রাখাল শাহ বাউল আশ্রমে গত ২৬ নভেম্বর সকালে একদল দুর্বৃত্ত হামলা চালায়। তারা আশ্রমের ঘর, আসবাবপত্র ও বাদ্যযন্ত্র ভাংচুর করে। এব্যাপারে দামুরহুদা থানায় একটি মামলা দায়ের করা হয়।
ঝিনাইদহ জেলা বাউল সমিতির সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম বাদশা লোকনাথপুর বাউল আশ্রমে হামলা কারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিযার রহমান রকি/ঝিনাইদহ