ঝিনাইদহ পুলিশ প্রশাসন সামাজিক কোন্দল ও সংঘর্ষ ঠেকাতে এক অভিনব কৌশল নিয়েছে। সদর উপজেলার ফুরসুন্দি ইউনিয়নের বিবাদমান দুই গ্রুপের মধ্যে সৌহার্দ্য ও সমপ্রীতির বন্ধন তৈরী করতে এ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার সকালে ওই ইউনিয়নের স্কুল মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা হয় এক হাজার দরিদ্র রোগীকে ।
জেলার বিশেষজ্ঞ চিকিৎসকগন মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন। রুগীদেরকে বিনামুল্যে ওষুধ দেওয়া হয়।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ফুরসুন্ধি ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম শিকদার ও এডভোকেট আব্দুল মালেকের মধ্যে দীর্ঘদিন ধরে সামাজিক কোন্দল চলে আসছিল। তাদের দ্বন্দের জেল ধরে হত্যা, মারামারী,হামলা-মামলা, লুন্ঠন ও বাড়িঘর ভাংচুরের ঘটনা প্রায়ই ঘটে থাকে।
পুলিশ প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে দুই গ্রুপের নেতা উপস্থিত থেকে আর হানাহানী করবে না বলে জনগনের সামনে প্রতিশ্রুতি দেন।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ