শাহারিয়ার রহমান, ঝিনাইদহ
ঝিনাইদহের হরিনাকুণ্ডুতে দু’দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৫ জন আহত হয়েছে। নিহত জাহাঙ্গীর হোসেন (৩২) উপজেলার কালীশংকরপুর গ্রামের জাবেদ আলীর ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে।
হরিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, উপজেলার ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামে বিবাদমান দু’দল গ্রামবাসীর মধ্যে জমা-জমি নিয়ে গোলযোগ চলে আসছিল। তারই জের ধরে আজ সোমবার দুপুর সাড়ে ৩ টার দিকে উভয় গ্রুপ দেশীয় অস্ত্র-শস্ত্র, ঢাল-ফালা, রামদা, বল্লম, শর্কি ও লাঠি-সোটা নিয়ে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। এতে প্রতি পক্ষের ধারালো অস্ত্রের আঘাতে জাহাঙ্গীর হোসেন ঘটনা স’লেই নিহত হয়।
এ ঘটনায় আরিফ হোসেন সহ কমপক্ষে ৫ জন আহত হয়। আহতদেরকে স’ানীয় হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। গ্রামটিতে মোতায়েন করা হয়েছে পুলিশ।