ঝিনাইদহ সদর উপজেলার দোগাছী গ্রামে সোমবার রাতে এক বখাটে দুই বোনকে কুপিয়ে আহত করেছে। বখাটে শের আলী একই গ্রামের খেলাফৎ জোয়ার্দ্দারের ছেলে।

আহতরা হলেন দোগাছী গ্রামের তরিকুল জোয়ারদারের মেয়ে ও কুষ্টিয়া সরকারী মহিলা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী ওয়ালিদা খাতুন (২২) ও তার বোন এসএসসি পরীক্ষার্থী শিনাজ বেগম (১৫)।

ঝিনাইদহ সদর থানার উপ-পিরদর্শক আজিজুর রহমান জানান, একই গ্রামে তাদের দুস্পর্কের চাচা শের আলী ওয়ালিদা খাতুনকে বিয়ে করার জন্য দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল।

তিনি আরো জানান, ওয়ালিদা ও তার পরিবার এ প্রস্তাবে রাজি না হওয়ায় সোমবার রাত ৮টার দিকে বাড়ির পাশে দুই বোনকে একা পেয়ে শের আলী এলোপাথাড়ী কুপিয়ে পালিয়ে যায়।

তাদের চিৎকারে বাড়ির লোকজন ছুটে এসে রক্তাক্ত অবস্থায় দুই বোনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

দুই বোনের পায়ের রগ কেটে যাওয়ায় সোমবার রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক ডাঃ আমিন মোস্তফা তাদেরকে ঢাকার পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ বিষয়ে তাদের ভাই ওয়াজেদ জোয়ার্দ্দার জানান, তাদের চাচাতো চাচা শের আলীর সঙ্গে পড়ালেখা নিয়ে মনোমালিন্য’র কারণে সে এই কান্ড ঘটিয়েছে। ওয়াজেদ আরো জানায় তার বোন ওয়ালিদা ও শের আলী একই ক্লাসের ছাত্র।

এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় এখনো কোন মামলা হয়নি। তবে বিষয়টি পুলিশ অবগত বলে জানান ঝিনাইদহ সদর থানার ওসি ইকবাল বাহার চৌধূরী।

 

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান/ঝিনাইদহ

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here