ঝিনাইদহ ল’কলেজ মার্কেট এলাকায় মাইক ভাড়াকে কেন্দ্র করে দোকানী ও কেসি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮জন আহত হয়েছে। তাদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। আজ সন্ধ্যা ৬টার দিকে এ সংঘর্ষের সুত্রপাত হয়। ঘটনাস্থল পরির্দশন করেছেন দোকান মালিক সমিতির সভাপতি ও পৌর মেয়র সাইদুল করিম মিন্টু এবং সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় ল’কলেজ মার্কেট এর গোলাম নবির হৃদয় ডিজিটাল সাউন্ডের এর মাইকের দোকানে একদল ছাত্র সাউন্ড বক্স ভাড়া নিতে আসে। এ সময় উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে বাধে সংর্ঘষ। এতে উভয় পক্ষের অন্তত ৮জন অহত হয়। এরা হলো সরকারীকেসি কলেজের ছাত্র মাজেদ, অভি, জিতু ও রানা, মাইকের দোকানী গোলাম নবি ও তার ছেলে ইমরুল ও কামরুল এবং আছাদ। এদের মধ্যে মাজেদ, গোলাম নবি, কামরুলের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উত্তেজনা বিরাজ করছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ