বর্নাাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শুক্রবার ঝিনাইদহ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ষ্টেডিয়ামে নুরনবি সিদ্দিকী স্মৃতি গোল্ডকাপের পর্দা উঠেছে। শুক্রবার বিকেলে কবুতর ও বেলুন উড়িয়ে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষনা করেন ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রমা রাণী রায়, পুলিশ সুপার রেজাউল করিম, সদর উপজেলা চেয়ারম্যান কনক কানি- দাস, পৌর মেয়র সাইদুল করিম মিন্টু, ক্রীড়া সংস’ার সাধারণ সম্পাদক জীবন কুমার বিশ্বাস, ফুটবল টুর্নামেন্টের পৃষ্টপোষক তাহজীব আলম সিদ্দিকী সমি, ক্রীড়া সংগঠক আহসান উদ্দীন আফাঙ্গীর, প্যনেল মেয়র তোফাজ্জেল হোসেন প্রমূখ।
৮টি জেলার ফুটবল টিম এ খেলায় অংশগ্রহণ করছে। জেলা দলগুলোর মধ্যে রয়েছে, খুলনা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, বাগেরহাট, নাটোর, মাগুরা ও ঝিনাইদহ। খোলায় চ্যাম্পিয়ন দল পাবে ২ লাখ টাকা ও রানার্সআপ দল পাবে ১ লাখ টাকা। এ ছাড়া খেলায় অংশগ্রহণকারী প্রত্যেক দলকে দেওয়া হবে ২০ হাজার টাকা করে প্রদান করা হবে। উদ্বোধনী দিনে ফরিদপুর ও বাগেরহাট জেলা দল অংশ নেয়। উদ্বোধনী খেলায় ফরিদপুর জেলা একাদশের ১৬ নং জার্সি পরিহিত নাইজেরিয়ান খেলোয়াড় পিটার একমাত্র গোল করে দলকে জয়ী করেন। তিনি দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটের মাথায় গোলটি করেন। বাগেরহাট জেলা একাদশ আপ্রান চেষ্টা করেও গোল পরিশোধ করতে পারেনি। খেলায় পরিদপুর জেলা একাদশের ১০ নং জার্সি পরিহিত খেলোয়াড় রাজন লাল কার্ড পেয়ে মাঠের বাইরে চলে গেলে তাদের ১০ জন নিয়ে খেলতে হয়। খেলাটি পরিচালনা করেন শাহ মোহাম্মদ আব্দুল্লা ও রবিউল ইসলাম। আগামী রবিবার একই মাঠে খুলনা একাদশ বনাম মাগুরা একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
ফিকচারঃ
১৩.১১.১১ রোববার খুলনা বনাম মাগুরা, ১৫.১১.১১ মঙ্গলবার ঝিনাইদহ বনাম নাটোর, ১৮.১১.১১ শুক্রবার যশোর বনাম কুষ্টিয়া, ২০.১১.১১ রোববার প্রথম সেমিফাইনাল ও ২২.১১.১১ মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলাটি হবে ২৬.১১.১১ শুক্রবার।
শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ