শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ

ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহকরা কৃষকদের সেচ মূল্য কমিয়ে ইলেক্ট্রিক পোল ও ট্রান্সফরমার বিনামুল্যে প্রদানের দাবী জানিয়েছেন।

রোববার সকালে ঝিনাইদহ উপজেলা পরিষদ মিলনায়তনে পল্লী বিদ্যুতের গ্রাহকদের সঙ্গে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের এক মত বিনিময় সভায় গ্রাহকরা এই দাবী জানান।

ঝিনাইদহ উপজেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে পল্লী বিদ্যুৎ সমিতি কেন্দ্রীয় পরিচালনা কমিটির সদস্য ও সরকারের যুগ্ম সচিব মোজিবুর রহমান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়া অনুষ্ঠানে ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কালাচাঁদ সিংহ, পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি সৈয়দ নাসির উদ্দীন, জেনারেল ম্যানেজার শংকর কুমার কর ও নির্বাহী প্রকৌশলী বিপ্লব বান্টা উপসি’ত ছিলেন।

মত বিনিময় সভায় ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার ৬৭টি উইিনয়নের পাঁচ শতাধিক গ্রাহক উপসি’ত ছিলেন। গ্রাহকদের দাবীর প্রেক্ষিতে পল্লী বিদ্যতের কর্মকর্তারা কৃষকদের সমস্যা সমাধানের আশ্বাস দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here