ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় নিহত কলেজ ছাত্র হামিদুর রহমান শাহেদ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ ও র‌্যাব পৃথক ভাবে ৫ জনকে আটক করেছে।

আটকতৃতরা হলেন তরু, পার্থ, সজিব, মাসুদ ও পরোশ। এদের সকলের বাড়ি শহরের চাকলাপাড়ায়।

মামলার তদনত্মকারী কর্মকর্তা ঝিনাইদহ সদর থানার উপ-পরিদর্শক নীরব হোসেন জানান, জিজ্ঞাসাবাদের শনিবার তরু ও পার্থকে তারা আকট করে আদালতের মাধ্যমে রিমান্ড চাওয়া হয়েছে।

এ ছাড়া ঝিনাইদহ র‌্যাব-৬ এর সদস্যরা শনিবার সজিব, মাসুদ ও পরোশ নামে আরো ৩ জনকে আটক করেছে বলে তিনি শুনতে পেরেছেন, তবে বিসত্মারিত জানেন না।

এদিকে র‌্যাবের পক্ষ থেকে বলা হচ্ছে তদনেত্মর স্বার্থে কোন তথ্য আপাতত মিডিয়াকে দেওয়া হচ্ছে না।

উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর ঝিনাইদহ পলেটেকনিক কলেজের ছাত্র ও স্থানীয় পৌরসভার সাবেক সচিব আব্দুল কাদেরের ছেলে শাহেদকে ২০ লাখ টাকা মুক্তিপণের দাবীতে সন্ত্রাসীরা অপহরণের পর হত্যা করে।

গত বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের চাকলাপাড়ার একটি নির্মানাধীন বাড়ির মেঝে খুড়ে শাহেদের গলিত লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের ধারণা শাহেদের পরিবারের সঙ্গে প্রতিবেশিদের কোন বিরোধের কারণে তাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হতে পারে। পুলিশ এখনো এ মামলার কোন মোটিভ ও ক্লু উদ্ধার করতে পারেনি।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here