ঝিনাইদহে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র শাহেদ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ,মানববন্ধন ও স্বারক লিপি প্রদান কর্মসুচি পালন করা হয়েছে।

আজ রবিবার সকাল সাড়ে ১২ টার দিকে কলেজ ছাত্র শাহেদ হত্যার প্রতিবাদে ঝিনাইদহ বাসীর পক্ষ থেকে শহরে ব্যানার ও প্লাকার্ড নিয়ে বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে পোষ্ট অফিস মোড়ে প্রায় দুই কিলোমিটার ব্যাপী মানববন্ধন কর্মসুচি পালন করেন তারা। এ কর্মসুচিতে শাহেদের পরিবার বর্গ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, ছাত্র-ছাত্রী, সুশিল সমাজ সহ সর্বস্তরের নারী-পুরুষ ও শিশুরা অংশ নেয়। আধা ঘন্টা ব্যাপী  মানববন্ধন চলাকালে শহরে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মানব বন্ধন শেষে তারা মিছিল শহকারে  জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছে স্বারক লিপি প্রদান করে।

উল্লেখ্য গত ১২ ডিসেম্বর ঝিনাইদহ শহরের চাকলা পাড়ার সাবেক পৌরসচিব আব্দুল কাদেরের কলেজ পড়ুয়া ছেলে শাহেদকে সন্ত্রাসীরা ৩০ লাখ টাকা মুক্তিপনের দাবিতে অপহরণের পর হত্যা করে। ২১ ডিসেম্বর একই এলাকার একটি নির্মানাধীন বাড়ির মেঝে খুড়ে তার লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ও র‌্যাব এ পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে।

শাহেদের পিতা আব্দুল কাদের এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত মূল অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here