ঝিনাইদহ সদর উপজেলার নারায়পুর গ্রামে দাফনের ১১ দিন পর ছেলেরা রাতের আধারে আব্দুল খালেক নামের একব্যক্তির লাশ দ্বিতীবার আর এক জাইগায় দাফন করেছে। আর এই ঘটনাটি নিয়ে এই এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ঝিনাইদহ ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ মীর সাখাওয়াত হোসেন এই ঘটনাটির সত্যতা স্বীকার করেছেন। তিনি জানান, গত ৫ নভেম্বর বার্ধ্যক্য জনিত কারনে মারা জান। আরোও জানান, আব্দুল খালেক মৃত্যুর আগে তার লাশ নিজ বাড়ির পাশে দাফনের কথা বলে যান।কিন্তু তার ছেলেরা লাশ গোরস্থানেই দাফন করে।
স্থানী সাগান্না ইউনিয়নের চেয়্যারম্যান আলাউদ্দিন আল মামুন জানান, আব্দুল খালেক অনুসারীরা তার ওসিয়ত বাস্তবায়নের অনুরোধ জানান।
এরই এক পর্যায়ে মৃত্যুর ১১ দিন পর আজ শুক্রবার ভোর রাতে আব্দুল খালেকের লাশ গোরস্থান থেকে তুলে নারায়নপুর ত্রীমোহীনির বাড়িতে দাফন করা হয়।তবে আব্দুল খালেক এর বড় ছেলে আক্তার হোসেন তার পিতার লাশ দ্বিতীয়বার দাফনের কথা স্বীকার করেছেন।
এই ব্যপারে ঝিনাইদহের মাওলানা আব্দুর রহমান জানান, গাউস কুতুব বা শহীদানদের লাশ তুলে অন্যত্র দাফনের নিয়ম নেই ,এটা শরীয়ত সম্মত নয়। কিন্তু সাধারন মানুষের লাশ এভাবে তুলে অন্যত্র দাফন করা যায়েজ নয়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ