ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার নারানকান্দি বাওড় থেকে হেলাল উদ্দিন (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। । সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাশকররা গ্রামের কানাই বিল্লালের ছেলে। তাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
হরিনাকুণ্ডু থানার ওসি আবুল খায়ের জানান, হরিনাকুণ্ডু উপজেলার নারানকান্দি বাওড়ে একটি ক্ষত-বিক্ষত লাশ পড়ে আছে দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে ঘটনাস্থলে পৌছে হেলাল উদ্দিন নামের এক যুবকের লাশ উদ্ধার করে। সে চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাশকররা গ্রামের কানাই বিল্লালের ছেলে। তাকে ধরে এনে কুপিয়ে হত্যা করে বাওড়ের ফেলে রাখা হয়েছে বলে তিনি জানান। তবে কে বা কারা, কেন এ হত্যা কান্ড ঘটিয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান/ঝিনাইদহ