ঝিনাইদহ শহরের ব্যাপারী পাড়ার এক ঠিকাদারকে র্যাব পরিচয়ে অপহরণ করা হয়েছে। বুধবার অপরাহ্নে স্থানীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন অপহৃত ঠিকাদার আরিফুল ইসলাম ওরফে আজাদের বাবা শরিফুল ইসলাম ও মা আলেয়া বেগম। সংবাদ সম্মেলনে আজাদের বাবা ও মা সহ পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। তারা এ সময় কান্নায় ভেঙ্গে পড়েন।
আজাদের বাবা শরিফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, মঙ্গলবার রাত ৮ টার দিকে জেলা শহরের লাইব্রেরী পট্টির সামনে থেকে সাদা পোষাকে ৫/৬ ব্যক্তি একটি সাদা মাইক্রোবাসে আজাদকে তুলে নেয়। এ সময় সাদা পোষাকের লোকেরা নিজেদেরকে র্যাব পরিচয় দেয়। এ ঘটনার পর থেকে আজদ বাড়ি ফিরে আসেনি। সংবাদ সম্মেলনে এক মাত্র ছেলেকে ফিরে পাওয়ার জন্য সরকারের কাছে আবেদন জানান তিনি। আজাদ একটি হত্যা মামলায় উচ্চ আদালত থেকে জামিনে রয়েছে বলে জানায় তার পরিবার।
এদিকে র্যাব ঝিনাইদহ ক্যাম্পের ইনচার্জ সো্কায়ার্ডন লিডার হামিদ এ ঘটনা অস্বীকার করেছেন। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন বলে সাংবাদিকদের জানান।
ঝিনাইদহ পুলিশ সুপার রেজাউল করিম জানিয়েছেন, পুলিশের পক্ষ থেকে তাকে আটক করা হয়নি। তিনি র্যাবের সাথেও এ বিষয়ে কথা বলে জেনেছেন, তারাও আজাদ নামের কাউকে আটক করেনি।
ঘটনাটি শহরে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান /ঝিনাইদহ