ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বগুড়া ইউনিয়নের ৩টি গ্রামে  রোববার সন্ধ্যায় আওয়ামীলীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের সময় ৫/৭টি বাড়ি ভাংচুর করে প্রতিপক্ষরা।

শৈলকুপ থানার অফিসার ইনচার্জ আহসান হাবিব জানান, গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ধ্যার দিকে আওয়ামীলীগের নজরুল ইসলাম ও বিএনপির আওয়াল গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এক পর্যায়ে বগুড়া ইউনিয়নের আলফাপুর ও রত্নাট গ্রামেও সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

ওসি আরো জানান, সংঘর্ষে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। এ সময় ৫/৭টি বাড়ি ভাংচুর ও লুটপাট হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌচেছে। এখন পরিস্থিতি শান- বলে পুলিশ জানায়।

এ ব্যাপারে শৈলকুপা থানায় এখনো কোন পক্ষ মামলা করতে আসেনি বলে ওসি সাংবাদিকদের জানান।

ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান রকি/ঝিনাইদহ

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here