শাহারিয়ার রহমান রকি
নারী নির্যাতন প্রতিরোধে নারীদেরকে শিক্ষিত ও স্বাবলম্বী করে তোলার শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার ঝিনাইদহে আনর্-জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় স’ানীয় মুক্তিযোদ্ধা মশিউর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে নারী নির্যাতন ও মানবাধিকার বিষয়ে এক কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার এএসএম কবীর, আলমগীর হোসেন, নাইমা লাকি, মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, বাবলু কুমার কুন্ডু, ওবায়দুর রহমান, নাসরিন আক্তার প্রমুখ। সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আসলাম হোসেন।
আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।