ঝিনাইদহের শৈলকুপা উপজেলার উত্তর মীর্জাপুর গ্রামে থেকে আজ মঙ্গলবার ভোরে জাসদ গণবাহিনীর অস্ত্রধারী ক্যাডার আমিরুল ইসলাম ওরফে বাবলু জোয়াদ্দার ও তার ভাগিনা রুমানকে র‌্যাব অস্ত্রসহ আটক করেছে। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি সাটারগান ও এক রাউন্ড গুলি। আটক বাবলু জোয়াদ্দার উত্তর মীর্জাপুর গ্রামের মৃত আব্দুল গনি জোয়ারদার ও তার ভাগনে একই গ্রামের গোলাম নবীর ছেলে।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কমান্ডার ক্যাপ্টেন এম আশরাফ আলী জানান, জাসদ গণবাহিনীর একদল অস্ত্রধারী সন্ত্রাসী উত্তর মীর্জাপুর গ্রামে বৈঠক করছে এমন গোপন খবর পেয়ে মঙ্গলবার ভোর ৫ টার দিকে র‌্যাব সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসী আমিরুল ইসলাম বাবলু জোয়াদ্দার ও তার ভাগিনা রুমানকে একটি সাটারগান ও এক রাউন্ড গুলিসহ র‌্যাবের হাতে আটক হয়।

র‌্যাব আরো জানায়, সন্ত্রাসী আমিরুল ইসলাম বাবলু জোয়াদ্দারের বিরুদ্ধে নারী নির্যাতন, চাঁদাবাজী ও এলাকায় দাঙ্গাহাঙ্গামা সৃষ্টির অভিযোগে শৈলকুপা থানায় একাধিক মামলা রয়েছে। তার ছেলে সম্রাট কুষ্টিয়া থানায় অস্ত্রসহ ক’মাস আগে গ্রেফতার হয় বলেও র‌্যাব জানান।

এ ব্যাপারে মঙ্গলবার শৈলকুপা থানায় একটি অস্ত্র আইনে মামলা হয়েছে।

শাহারিয়ার রহমান

০১৯২১৯৪৯৫৯০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here