ঝিনাইদহের হরিনাকুণ্ডু থেকে মহসিন আলী (২০) নামের এক অপহৃতকে ৮ দিন পর পুলিশ উদ্ধার করেছে। সে জেলার মহেশপুর উপজেলার ভবনগর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। গত ২৮ জানুয়ারী চুয়াডাঙ্গা শহর থেকে ৩ লাখ টাকা মুক্তিপণের দাবিতে তাকে অপহরণ করা হয়।
হারিনাকুণ্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, মহসিন আলী গত ২৮ জানুয়ারী বাড়ি থেকে চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা শহরে যায়। এ সময় একদল অপহরণ কারী তাকে অপহরণ করে মোবাইল ফোনের মাধ্যমে তার পরিবারের কাছে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। অপহরণকারীরা তাকে নিয়ে বিভিন্ন যায়গাই ঘোরানোর পরে আজ শনিবার হরিনাকুণ্ডু উপজেলার রামনগর গ্রামে সরোয়ার হোসেনের বাড়িতে ওঠে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বিকেল সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে ঐ বাড়ি থেকে মহসিন আলীকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।
অপহৃত মহসিন আলী অসুস্থ্য হয়ে পড়ায় তাকে হরিনাকুণ্ডু স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে চট্রগ্রাম বন্দরে প্রহরির কাজ করত বলে পুলিশ জানায়।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান/ঝিনাইদহ