শাহারিয়ার রহমান রকি, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় খেলাফৎ হোসেন (৫০) ও তার স্ত্রী সাগরা খাতুন (৪০) নামে এক দম্পতি নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যা ৬টায় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের মোহাম্মদপুর নামক স’ানে।
শৈলকুপা থানার এস.আই শাহিন জানান, জেলার শৈলকুপা উপজেলার হড়রা গ্রামের মোহাম্মদ আলী জোয়ার্দ্দার ছেলে খেলাফৎ হোসেন বাই-সাইকেলে চেপে তার স্ত্রীকে নিয়ে ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কের মোহাম্মদপুর নামক স’ানে রাস-া পার হওয়ার সময় ঝিনাইদহগামী একটি বাস চাপা দিলে ঘটনাস’লেই সাগরা খাতুন নিহত হয়। স্বামী খেলাফৎ হোসেনকে আশঙ্কাজনক অবস’ায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যা সোয়া ৭টার দিকে সে মারা যায়।