ঝিনাইদহের শৈলকুপার যুগনী গ্রামে ক্ষেতে পানি নেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের ঘটনায় স্যালোমেশিন ও বাড়ি ভাংচুর করা হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ২ জন ।
গ্রামবাসী সূত্রে জানাযায় , যুগনী গ্রামের বাদশা জর্দ্দারের ছেলে ইসা জোয়ার্দ্দার মঙ্গলবার বিকেল ৫ টার দিকে স্যালোমেশিন থেকে তার জমিতে পানি নিচ্ছিল। এ সময় একই গ্রামের আরিফ মোল্লার ছেলে রবিউল ইসলাম অভিযোগ করে তার জমিতে পানি ঢুকে ফসল নষ্ট হচ্ছে। তাই বলে সে উত্তেজিত হয়ে ইসাকে মারতে যায়। সে সময় ইসা দৌড়ে বাড়িতে গিয়ে তার ভাইকে সাথে করে ফিরে এসে রবিউলকে লাঠি দিয়ে মারপিট করে।
পরে রবিউল তার লোকজন নিয়ে ইসার স্যালোমেশিন ও বাড়ি ভাংচুর করে। এ সময় ইসার শিশু কন্যা চোখে আঘাত পেয়ে আহত হয়।
গ্রামবাসী আপাতত তাদেরকে শান্ত করলেও পরিবার দু’টির মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান/ঝিনাইদহ