ঝিনাইদহের মহেশপুর উপজেলার ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করছেন শিক্ষকরা। এমপিও ভুক্তির দাবীতে শনিবার থেকে এই কর্মসুচি অনির্দিষ্ট কালের জন্য চলবে বলে শিক্ষক নেতারা জানান।
মহেশপুর নন এমপিও ভুক্ত স্কুল শিক্ষক কর্মচারী পরিষদের সভাপতি এরশাদ আলী জানান, শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্তির দাবীতে মহেশপুরের মাদ্রসা, কলেজ, নিম্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ক্লাস বর্জন করা হচ্ছে।
তিনি জানান আগামী ৬ ফেব্রয়ারী মহেশপুর শহরে বিক্ষোভ ও ৮ ফেব্রয়ারী ঢাকায় অবস্থান ধর্মঘটে মহেশপুরের ২৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা অংশ গ্রহন করবেন।
মহেশপুরের স্কুল শিক্ষক আব্দুস সেলিম জানান, তারা দীর্ঘদিন ধরে বেতন না পেয়ে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন চলবে বলে তিনি জানান।
ইউনাইটেড নিউজ ২৪ ডট কম/শাহারিয়ার রহমান/ঝিনাইদহ